লোকালয় ২৪

শারীরিকভাবে লাঞ্ছিত ও হত্যার অভিযোগে জিডি করেছেন কবরী

শারীরিকভাবে লাঞ্ছিত ও হত্যার অভিযোগে জিডি করেছেন কবরী

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী শারীরিকভাবে লাঞ্ছিত ও হত্যার অভিযোগ এনে গত মঙ্গলবার গুলশান ২ নম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ ১১ এপ্রিল দুপুর ১টার দিকে এ তথ্য জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

গুলশান থানার এই কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, রাজধানীর গুলশান ২ নম্বরের একটি পাঁচতলা ভবনে থাকেন নায়িকা কবরী। ওই ভবনের দুটি ফ্ল্যাটের মালিক বেশ কয়েকমাস ধরেই সার্ভিস চার্জ প্রদান করছেন না। এদিকে বাড়িটি নিয়ে আদালতে মামলা চলছে, নিষেধাজ্ঞাও রয়েছে। কিন্তু গতকাল সে দুজন মালিক বাড়িতে রং করবেন বলে অনেকটা জোর করে কিছু লোক নিয়ে ভেতরে প্রবেশ করেন। তখনই বিষয়টি জানার পর কবরী বাড়ির নিচে নেমে আসেন। তখন তিনি বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই রং করা যাবে না।’ এরপরই কথা বলার একপর্যায়ে তারা কবরীর ওপর ক্ষিপ্ত হন এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, মেরে ফেলার হুমকি দেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘তার ভবনের দুটি ফ্ল্যাটের মালিকের কর্মচারীরা পাঁচ-ছয়জন বহিরাগত লোক নিয়ে ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন তার বাড়ির কর্তব্যরত নিরাপত্তরক্ষী তাঁদের বাধা দেন। তখন তাকে হুমকি দেওয়া হয়। এ ঘটনা শুনে করবী নিচে নেমে আসেন। তখন তাকে লাঞ্ছিত ও হত্যার হমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন। এ ঘটনায় করবী ইতোমধ্যেই জিডি করেছেন, তদন্তও শুরু হয়ে গেছে।’

এ বিষয়ে যোগাযোগ করা হয় কবরীর সঙ্গে। তিনি  বলেন, ‘তারা দলিল জাল করে আমার বাড়িটি দখল করে নিতে চায়। জমিটা তো আমার। একটি ডেভলপার কোম্পানিকে দিয়ে বাড়িটি করিয়েছি। তারপর তারা দুটি ফ্ল্যাট কিনেছে। গত কয়েকমাস আগে তারা বাড়িটির সার্ভিস চার্জ দেওয়া বন্ধ করে দেয়। এরপর যখন সার্ভিস চার্জ দেওয়ার জন্য চাপ দিই। তখন নানান কথা বলে হুমকি দেয়। মারামারির কথাও বলে তারা। এগুলো করার মানে তো আমাকে মানসিকভাবে নির্যাতন করা। আমি থানায় জিডি করেছি, দেখা যাক কী হয়।’