লোকালয় ২৪

শহিদুল আলমকে গ্রেপ্তার দেখালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক : রোববার রাতে ধানমন্ডির বাসা থেকে পরিবারের অভিযোগ মতে অপহৃত হওয়া শহিদুল আলমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বিশ্বখ্যাত এই ফটোগ্রাফারের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেক্ট্রনিক মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপ্রচারের অভিযোগ আনা হয়েছে।

জানা গেছে, শহিদুল আলমের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলা করা হয়েছে। এই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাদী হয়ে মামলাটি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি, উত্তর) মেহেদী হাসান।

শহিদুলকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) মাসুদুর রহমান। তিনি আরো জানিয়েছেন, শহিদুলকে রিমান্ডে নেয়ার জন্য ইতোমধ্যে আদালতে হাজির করা হয়েছে।

এর আগে, রোববার রাতে ধানমন্ডির বাসা থেকে অজ্ঞাত লোকজন ‘ডিবি পরিচয়ে’ শহিদুল আলমকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার। শহিদুল আলমের একজন সহকর্মী, এ এস এম রেজাউর রহমান সংবাদ মাধ্যমকে জানান, রোববার রাত আটটার দিকে ১৫টির মতো গাড়ি শহিদুলের বাড়িরের আশপাশে অবস্থান নেয় এবং গাড়ি থেকে লোকজন নেমে শহিদুলের বাসায় ঢোকে। বাসায় ঢোকার মুখে তারা সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয় এবং সিসিটিভির ফুটেজ সংরক্ষণের ডিভিআর বক্সও নিয়ে যায় তারা। এরপর শহিদুলকে তার নিজের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার স্ত্রী বাসার উপরের তলায় একটি দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন বলে জানান রেজাউর রহমান।

উল্লেখ্য, সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে চলা আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বিশ্বখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম। পরিবারের অভিযোগ মতে বাসা থেকে অপহৃত হওয়ার আগে শহিদুল কাতারভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ছাত্রদের আন্দোলন নিয়ে সাক্ষাৎকার দেন।