লোকালয় ২৪

শহরের প্রাণকেন্দ্র টাউন হল এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ॥ দুই সহোদরকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র টাউন হল সড়কের রওশন রেজা এম্পায়ারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে দুই সহোদরের নাড়ি, ভূড়ি বের হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। ভয়ে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে বাসায় চলে যান। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মার্কেটের নিচ তলার ব্যবসায়ী রেডমি মোবাইল সেন্টারের মালিক ইব্রাহিমের সাথে দ্বিতীয় তলার রংধনু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নাসির উদ্দিনের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এর জের ধরে সদর উপজেলার হাতিরথান গ্রামের নাসির উদ্দিন ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাকে কিভাবে হত্যা করা যায় এ পরিকল্পনা করতে থাকে। গতকাল রবিবার ঘটনার কিছুক্ষণ আগে দেশীয় অস্ত্র নিয়ে ৪/৫ জন লোককে ওই মার্কেটে এনে জড়ো করে। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই নাসির উদ্দিনের নেতৃত্বে ৪/৫ যুবক দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এক পর্যায়ে ইব্রাহিমের পেটে ছুরিকাঘাত করা হয়। তাকে বাঁচানোর জন্য তার ভাই আহাম্মদ আলী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে। এতে দুই ভাই মাটিতে লুটিয়ে পড়ে। আঘাতের কারণে তাদের নাড়ি-ভূড়ি বের হয়ে যায়। অন্য ব্যবসায়ীদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে নাসির উদ্দিন ও তার লোকজন পালিয়ে যায়। লোকজন তাদের উদ্দার করে সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট প্রেরন করা হয়। এদিকে ভয়ে ব্যবসায়ীরা তাৎক্ষনিক দোকান বন্ধ করে যার যার মতো বাসায় চলে যান এবং মার্কেট বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে সদর থানার এসআই রুবেল আহমেদ ঘটনাস্থলে গিয়ে মার্কেটের সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করেন। এ বিষয়ে সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ ও সিসিটিভি দেখে অভিযুক্তদের সনাক্ত করেছে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ রিপোর্ট লেখাকালে দুই ভাইয়ের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।