লোকালয় ২৪

‘শচীন, শচীন’ শুরু করেছিলেন মা

‘শচীন, শচীন’ শুরু করেছিলেন মা

লোকালয় ডেস্কঃ আমার কাছে আমার মা হলেন পৃথিবীর সেরা রাঁধুনি। যিনি আমার মুখের হাসি দেখার জন্য সব করতে পারেন। পৃথিবীর সেরা মাছ, চিংড়ির তরকারি, বেগুনভর্তা ও ডাল-ভাত রান্না হতো আমাদের বাসায়। আমার মুখের রুচি গড়ে উঠেছে মায়ের হাতের রান্না খেয়ে। পেট ভরে খেয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতে ভীষণ ভালো লাগত। মায়ের কোলে মাথা রেখেই আমি শুনেছি পৃথিবীর সবচেয়ে সুন্দর গান। যেই গান গেয়ে মা আমাকে ঘুম পাড়াতেন। গানের প্রতি ভালোবাসা ও সংগীতের রুচিবোধও পেয়েছি তাঁর কাছে।

ভরপুর দর্শকের গ্যালারি থেকে যে ‘শচীন, শচীন’ রব আমি শুনেছি, সেটাও তো মা-ই শুরু করেছিলেন। পাঁচ বছর বয়সে যখন ভাইদের সঙ্গে বাড়ির সামনে ক্রিকেট খেলতাম, ব্যালকনিতে দাঁড়িয়ে মা আমাকে এভাবেই ডাকতেন। কখনো ভাবিনি, মায়ের এই ডাক একদিন ক্রিকেট মাঠ পর্যন্ত পৌঁছে যাবে।

সূত্র: টেন্ডুলকারের আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে