লোকালয় ২৪

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। শুক্রবার দিবাগত রাত ৩টা ৫ মিনিট ১৮ সেকেন্টে এ ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। এর উৎপত্তিস্থল ছিল চীনের হুতান শহরে।

আগারগাঁও আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ১৫২২ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে। ভূমিকম্পের মাত্রা ছিল শক্তিশালী।

ভূমিকম্পের কাঁপুনিতে অনেকের ঘুম ভেঙ্গে যায় এ সময় বাসার দরজা-জানালা কেঁপে উঠে।

প্রসঙ্গত, ৫ দিন আগে গত সোমবার ভোর ৪টা ৪০ মিনিট ৫২ সেকেন্ডে সিলেটে ৫ দশমিক ৮ মাত্রার এবং এর আগের দিন রবিবার বিকাল ৪টা ৫৬ মিনিট ২৫ সেকেন্ডের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে কোথাও কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।