লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরণ

লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরণ

লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরণ
লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরণ

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১১৫ বছর পর সরকারিকরণ করা হয়েছে। বিদ্যালয়টি ১৯০২ সালে স্থাপিত হয়েছিল।
এ উপলক্ষে  নড়াইলের লোহাগড়ায় আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ মে) সকালে বিদ্যালয়ের মুক্ত মঞ্চে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানের সভাপতিত্বে সবাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন, মধুমতি ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আশরাফ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ এলাকার সুধীজন। সমাবশে শেষে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিদ্যালয় চত্তর থেকে এক আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com