লোকালয় ২৪

লেনোভো জেড ফাইভ প্রো

লেনোভো জেড ফাইভ প্রো

তথ্য প্রযুক্তি ডেস্কঃ চলতি বছর জুন মাসে উন্মুক্ত হয়েছিল লেনোভো জেড ফাইভ ফোন। উন্মুক্তের আগে প্রতিষ্ঠানটি দাবি করেছিল এই ফোনে থাকবে সম্পূর্ণ বেজেললেস ডিসপ্লে, ৪ টেরাবাইট স্টোরেজ। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি লেনোভো। বরং বাজারের আর ১০টা ফোনের মতোই এই ফোনের ডিসপ্লের উপরেও ছিল একটি কালো নচ।

আর আগামী ১ নভেম্বর বাজারে আসবে এই ফোনের পরবর্তী সংস্করণ লেনোভো জেড ফাইভ প্রো।

প্রতিষ্ঠানের এক প্রতিনিধি ইতোমধ্যেই লেনোভো জেড ফাইভ প্রো ফোনের ছবি দেখিয়েছেন। সেখানে দেখা গেছে এই ফোনে অপো ফাইন্ড এক্স ও এমআই মিক্স থ্রি-এর মতো স্লাইডার ক্যামেরা ডিজাইন থাকবে। তবে অপো ফাইন্ড এক্স এর স্লাইডার মোটরের সাহায্যে ওঠা নামা করলেও লেনোভো জেড ফাইভ প্রো ফোনের ক্যামেরা স্লাইডার ম্যানুয়ালি ওঠানামা করবে।

এ ছাড়াও লেনোভো জেড ফাইভ প্রোতে থাকবে বেজেলবিহীন ডিসপ্লে আর ডিসপ্লের নিচে থাকবে ফিঙ্গারপ্রিট সেন্সর।

স্মার্টফোন বাজারে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের জেড ফাইভ উন্মুক্তের আগে ৪ টেরাবাইট স্টোরেজ বেজেললেস ডিসপ্লের কথা জানালেও পরে দেখা গিয়েছিল এই ফোনের ডিজাইন হুবহু আইফোন টেন নকল করে ডিজাইন করা হয়েছে। আর তাই প্রতিষ্ঠানের কথা বিশ্বাস করতে নারাজ বেশিরভাগ প্রযুক্তি বিশেষজ্ঞ।