লোকালয় ২৪

লালদীঘি মাঠে ঐক্যফ্রন্টের জনসভা নয়, তবে..

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের লালদীঘি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টকে শনিবারের সমাবেশের জন্য অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। তবে কাজীর দেউড়ির নাসিমন ভবনস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলে পুলিশের আপত্তি নেই বলে জানানো হয়েছে।

শুক্রবারসকালে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে ঐক্যফ্রন্ট নেতাদের। নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে সিএমপির পক্ষ থেকে জানানো হয়, লালদীঘির মাঠে নয়, নাসিমন ভবনের সামনে সমাবেশ করতে পারবে ঐক্যফ্রন্ট।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে লালদীঘির মাঠে সমাবেশ করার জন্য আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন লালদীঘি মাঠের পরিবর্তে আমাদের নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টকে শর্ত সাপেক্ষে নাসিমন ভবনের সামনে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে, লালদীঘির মাঠে কোনো সমাবেশ করা যাবে না।’