হবিগঞ্জের লাখাইয়ে বাসের চাপায় ওয়াহিদ আলী নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম ওয়াহিদ মিয়া (৬৫)। তিনি উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার স্থানীয় বুল্লাবাজারে ঢাকাগামী বাসের কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন ওয়াহিদ আলী। এসময় লাকী এক্সপ্রেস লিমিটেডের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১২০৬৩৩) তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই বাসের চালক মইন উদ্দিন পালিয়ে যান। দুর্ঘটনার সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এন মিয়া জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানা নিয়ে এসেছে। মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এদিকে, দুর্ঘটনার পর বুল্লাবাজার ও আশপাশের লোকজন ঘটনাস্থলে সমবেত হন এবং ওয়াহিদ আলী হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু ও ইউপি সদস্য সুজন। সভায় নিহত ওয়াহিদ আলী হত্যার সু্ষ্ঠু বিচারের দাবি জানানো হয়। প্রতিবাদ সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এন মিয়া এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।