লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে পুলিশ অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ডিসেম্বর) রাতে এসআই সাদরুল হাসান খান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে করাব গ্রামের কবির মিয়ার ছেলে শামীম মিয়া (৩০) কে তার বাড়ী থেকে আটক করে। অপর এক অভিযানে বৃহস্পতিবার দুপুরে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে জরুরী বিভাগে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করার কারণে এসআই সাদরুল হাসান খান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ২ নারীকে আটক করে।
আটককৃত নারীরা হলেন, মাধবপুর থানাধীন শাহজিবাজার এলাকার লিটন মিয়ার স্ত্রী মোছা: নাজমা বেগম ও মোঃ মোখলেছ মিয়ার স্ত্রী মোছা: জেসমিন বেগম (২০)।
শুক্রবার (২ডিসেম্বর) আটককৃতদের হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আটকের বিষয়টি লাখাই থানার অফিসার ইনচার্জ এম এন মিয়া নিশ্চিত করেছেন।