লাখাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

লাখাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১২ ঘটিকায় লাখাই উপজেলা হেলিপ্যাড মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে। এ সময় উপস্তিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, জেলা প্রশাসকের গোপনীয় শাখার নাভিদ সারওয়ার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম, লাখাই থানার অফিসার ইনচার্জ এম এন মিয়া, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ।পরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন লাখাই উপজেলার অতিরিক্ত ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা আফজালুর রহমান। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই উপজেলা ভুমি কমিশনার রেহানা মজুমদার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, মাস্টার আব্দুল মতিন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আক্তার ফারুক এবং গীতা পাঠ করেন পঃ পঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায়।আলোচনা সভা শেষে ডিজিটাল উদ্ভাবনী ২০২২-ইং মেলায় আগত বিভিন্ন স্টলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com