রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে হালিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) ভোররাত ৪টার দিকে খিলগাঁও মেরাদিয়া হিন্দুপাড়ার একটি বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। হালিমা হবিগঞ্জ লাখাই উপজেলার পশ্চিম বললা গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। তার বাবা ফেরি করে ভাঙারির ব্যবসা করেন।তিন বোন ও এক ভাইয়ের মধ্যে হালিমা ছিল তৃতীয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কিশোরীর বড় ভাই সাইফুল মিয়া বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তার নিজ রুমের খাটে ঘুমিয়ে পড়ে। ফ্লোরে বাবা-মা ঘুমিয়ে ছিল। ভোররাতে মা ঘুম থেকে জেগে দেখেন মেয়ে হালিমা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। মায়ের চিৎকারে পরিবারের সবাই জেগে ওঠেন। পরে খিলগাঁও থানায় ফোন করা হয়। পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সকাল পৌনে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সাইফুল মিয়া।সাইফুল বলেন, খিলগাঁওয়ে এক কিশোরের সঙ্গে হালিমার সম্পর্ক ছিল। ছয় মাস আগে ওই কিশোরদের বাসায় হালিমা চলে গিয়েছিল। পরে ওই বাসার পরিবারের লোকজন আমাদেরকে খবর দিলে তাৎক্ষণিক সেখান থেকে হালিমাকে বাসায় নিয়ে আসি। এর পর থেকে ওই ছেলের সঙ্গে হালিমার কোনো যোগাযোগ ছিল না।