জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, যারা এতিমের টাকা লুটে খায়, মানুষ পুড়িয়ে মারে তাদের সাজা এভাবেই হয়। লজ্জা থাকলে খালেদা জিয়া আর দুর্নীতি করবেন না।
বৃহস্পতিবার বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড হয় খালেদা জিয়ার। রায় ঘোষণার পর তাকে ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে নেয়া হয়।
খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলায় রায় হয়েছে, তাতে অভিযোগ ছিল এতিমখানার নামে আসা টাকা আত্মসাতের। এই বিষয়টির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এতিমখানার টাকা এসেছে, সে টাকা এতিমের কাছে চলে যাবে, সে টাকা কেন থাকবে?
‘আজকে ধরা পড়ে গেছে। ওই এতিমের টাকা মেরে। কারণ এতিমের টাকা মারা ইসলাম ধর্মও সমর্থন করে না। এতিমের টাকা মেরে খেলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামীনও দেয়। সেই শাস্তি আজকে খালেদা জিয়া, তারেক জিয়া, তারাও পেয়েছে।’
জনসভায় শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশের উন্নয়নে বিশ্বাস করি, মানুষের কল্যাণে কাজ করি। আর বিএনপি কী করেছে? আপনাদের মনে আছে, ২০১৫ সালে ওই খালেদা জিয়া তার অফিসে বসে বলল, আওয়ামী লীগ সরকার উৎখাত না করে সে ঘরে ফিরবে না। আর আগুন দিয়ে প্রায় সাড়ে তিন হাজার গাড়ি পোড়ালো। পাঁচশ’র কাছাকাছি মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তিন হাজারের উপর মানুষকে আগুনে পুড়িয়ে আহত করেছে। আর লুটপাট করেছে। আজকে তিনি কোথায়?’
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কাছে ওয়াদা চাই, ওয়াদা চাই একারণে আমার তো চাওয়া-পাওয়ার কিছু নেই। বাবা-মা ভাই সব হারিয়েছি। সেই শোক-ব্যথা বুকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি বাংলার মানুষের জন্য। কারণ এই মানুষের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা, ভাই জীবন দিয়েছেন। আমার বাবার স্বপ্ন পূরণের জন্যই আমি কাজ করছি। আপনাদের মাঝখানেই আমি খুঁজে পেয়েছি হারানো বাবা-মা-ভাইয়ের স্নেহ। তাই আপনাদের কাছে আমি ওয়াদা চাই, আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন।’