লক্ষ্য ‘টিম বাংলাদেশ’ : কোর্টনি ওয়ালশ

লক্ষ্য ‘টিম বাংলাদেশ’ : কোর্টনি ওয়ালশ

লক্ষ্য ‘টিম বাংলাদেশ’ : কোর্টনি ওয়ালশ
লক্ষ্য ‘টিম বাংলাদেশ’ : কোর্টনি ওয়ালশ

স্পোর্টস ডেস্কঃ সব কাজ এখন করা গেলেই হয়। ‘টিম বাংলাদেশ’ হিসেবে দলকে সবাই দেখতে চায়। ওয়ালশেরও সেটি চাওয়া ও লক্ষ্য। দেখা যাক, এখন ওয়ারশের সেই চাওয়া পূরণ হয় কিনা। বাংলাদেশ ক্রিকেট দলকে ‘টিম বাংলাদেশ’ হিসেবে এখন গড়ে তুলতে পারেন কিনা ওয়ালশ।

দুই বছর আগে, ২০১৫ সালে বাংলাদেশ দল সাফল্যে ভেসেছে। তখন মনে হয়েছে, ‘টিম বাংলাদেশ’ হিসেবে খেলেছে দল। কিন্তু এখন কেমন যেন ছন্নছাড়া! ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজে বাংলাদেশ দলকে যেন খুঁজেই পাওয়া যায়নি। এখন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ হচ্ছেন কোর্টনি ওয়ালশ। তাকেই সামনে নিদাহাস ট্রফিতে কোচের দায়িত্ব দেয়া হয়েছে। আর দায়িত্ব পেয়েই বাংলাদেশ ক্রিকেট দলকে ‘টিম বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে চান। প্রধান কোচ হিসেবে তার নীতি কী হবে? তা জানাতে গিয়ে ওয়ালশ বলেছেন, ‘আমাদের প্রত্যেককেই ভাবতে হবে যে, আমরা দলের জন্য খেলছি।’

নিদাহাস ট্রফি শুরু হবে ৬ মার্চ। শেষ হবে ১৮ মার্চ। শ্রীলঙ্কায় হবে ট্রফিটি। বাংলাদেশসহ স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত এ ট্রফিতে অংশ নেবে। ট্রফিতে ভারতের বিপক্ষে ৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ মার্চ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। তাতে গ্রুপ পর্বে একেক দলের চারটি করে খেলা থাকবে। বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচটি ১৪ মার্চ ভারতের বিপক্ষে খেলার পর ১৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে। এই ম্যাচটি দিয়েই গ্রুপ পর্বের খেলা শেষ হবে। যে দুটি দল পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে তারাই ১৮ মার্চ ফাইনাল খেলবে। প্রতিটি ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এ ট্রফির জন্য সোমবার ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ। দলে সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি ও আরিফুল হক রয়েছেন। এ ক্রিকেটারের নিয়ে এগিয়ে যেতে চান ওয়ালশ।

কোচ হিসেবে অভিষেক হচ্ছে ওয়ালশের। নিজের প্রথম সিরিজেই ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে দল। খেলাটি আবার টি২০। যেখানে বাংলাদেশ দল অনেক দুর্বল। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজেও যেমন হোয়াইটওয়াশ হয়েছে। শ্রীলঙ্কার মাটিতে যেহেতু খেলা। কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। এ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ওয়ালশ। বলেছেন, ‘শ্রীলঙ্কায় এটা আমাদের চ্যালেঞ্জ নেয়ার জন্য পরীক্ষামূলক একটি টুর্নামেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাল ও ধারাবাহিক ক্রিকেট খেলেতে পারা।’ সঙ্গে বোলিং কোচ থেকে প্রধান কোচের দায়িত্ব পালনকে কঠিন কিছু মনে করছেন না ওয়ালশ, ‘এটা মোটেই কঠিন কিছু নয়। আমি কোচিং স্টাফ হিসেবে পুরোপুরি দায়িত্ব পালন করেছি। সুযোগ এসেছে। আমি এর সঙ্গে চলার জন্য দায়িত্বভার গ্রহণ করেছি।’

বোলিং কোচ ছিলেন। চন্দিকা হাতুরাসিংহে চলে যাওয়ার পর কোন কোচ ছিল না দলে। নিদাহাস ট্রফিতে ওয়ালশকেই সেই দায়িত্ব দেয়া হয়েছে। সুযোগটি পেয়ে আনন্দিত ওয়ালশ। তা কাজেও লাগাতে চান। বলেছেন, ‘আমি আনন্দিত যে, এ সুযোগ আমি পেয়েছি। আমি সেরাটাই দেব। নিশ্চিত করব যাতে খেলোয়াড়রা ইতিবাচক ক্রিকেট খেলে।’ দেশের মাটিতে বাংলাদেশ অপ্রতিদ্বন্দ্বী দলে পরিণত হয়ে উঠেছিল। অথচ সর্বশেষ তিনটি সিরিজে কি খারাপ অবস্থাই না দেখা গেছে। দল যেন এলোমেলো হয়ে গেছে। সঠিক অভিভাবক ছাড়া যে একটি দল ঠিকমত চলতে পারে না, তা ভালভাবেই বোঝা গেছে। ওয়ালশ তা থেকে উত্তরণের পথ খুঁজছেন, ‘আমরা সার্বিকভাবেই দেখছি বিষয়টা। যে ধরনের ক্রিকেট আমাদের খেলা উচিত ও খেলতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয় নিয়ে আমরা বসব। নিজেদের কাজগুলো নিয়ে আলোচনা করব। ম্যাচ জিততে হলে সবগুলো ক্ষেত্রেই আমাদের কাজ করতে হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com