সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ কর্মীদের এ কেমন শ্রদ্ধা?

লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ কর্মীদের এ কেমন শ্রদ্ধা?

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ কর্মীরা জুতা পায়ে নিয়ে শহীদদের প্রতি এই কেমন শ্রদ্ধা জানালেন। শহীদ মিনারে ফুল দিতে এসে অনেকেই তাদের এ কর্মকান্ড দেখে ক্ষোভ প্রকাশ করে চলে গেছেন। ছাত্রলীগ কর্মীদের ধাক্কাধাক্কিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিতে ব্যর্থ হন। রাত ১১টা থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল দেয়ার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে এসে হাজির হয়। এসময় ছাত্রলীগ নেতাকার্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে শুরু করে। ১২টা এক মিনিটে স্থানীয় জনপ্রতিনিধিরা ফুল দেয়ার পর বেপরোয়া হয়ে পরে ছাত্রলীগের কর্মীরা। এসময় এক ছাত্রলীগ কর্মীকে জুতা পায়ে শহীদ মিনার চুড়ায় বেড়ে উপরে উঠে ফুলের ডালা ঝুলাতে দেখা গেছে। শ্রদ্ধা নিবেদনের বিপরীত এমন চিত্র দেখে অনেকেই অবাক হলেও কাউকে প্রতিবাদ করতে দেখা যায়নি। এমন ঘটনার ছবি তুলতে গেলে উপস্থিত সাংবাদিকদের বাঁধা দেওয়া হয়।

সরেজমিন দেখা যায়, রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দেয়া শুরুর কিছুক্ষণের মধ্যেই ছাত্রলীগ নেতাকর্মীরা অনেকেই শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার সঙ্গে ছবি বা সেলফি তোলায় ব্যস্ত। শহীদ মিনারে প্রবেশ করতে হলে সবাইকে অবশ্যই খালি পায়ে সম্মান জানিয়ে প্রবেশ করার নিয়ম রয়েছে। এমন শ্রদ্ধা কেন শহীদদের প্রতি। খালি পায়ে শহীদ মিনারে প্রবেশের নিয়ম থাকলেও রাত ১২টা এক মিনিটে ফুল দিতে গেলে দেখা যায়, বেশ কয়েক জন ছাত্রলীগ নেতাকর্মীরা জুতা পায়েই শহীদ মিনারে ফুল দিচ্ছে। এতে ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা জানান, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে লক্ষ্মীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একপর্যায়ে সদর উপজেলা ছাত্রলীগ ও পলেটেকনিক ইনিস্টিটিউট ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল নিয়ে শহীদ মিনারে উঠে। এসময় বেশ কয়েকজন কর্মীর পায়ে জুতা দেখা যায়। তাদের মধ্যে একজন কর্মী হুাড়াহুড়ি করে অন্যদের দেওয়া ফুল মাড়িয়ে জুতা পায়ে শহীদ মিনারের চুড়ায় বেয়ে উপরে উঠে সদর উপজেলা ছাত্রলীগের ফুলের ডালাটি সবার উপরে তোলে রাখেন।

এ ব্যাপারে ছাত্রলীগের দায়িত্বশীল কোনো নেতার সাথে কথা বলা সম্ভব হয়নি।
নাম প্রকাশ না করা শর্তে অনচ্ছিুক সাবেক এক ছাত্র নেতা বলেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষা পেয়েছি, তাদের শ্রদ্ধা জানাতে পা জুতা নিয়ে শহীদ মিনারে উঠা দুঃখজনক ও লজ্জার।

সচেতন মহল বলছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ভাষার জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে হাজারো ভাষাসৈনিক। যারা রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষা এনে দিয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানাতে গিয়ে জুতা পায়ে দিয়ে যারা এসকল কর্মকান্ড করেছে তা আসলেই দুঃখজনক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com