র‌্যাব-৯ এর কার্যক্রম স্থায়ী অত্যাধুনিক কমপ্লেক্সে শুরু

র‌্যাব-৯ এর কার্যক্রম স্থায়ী অত্যাধুনিক কমপ্লেক্সে শুরু

র‌্যাব-৯ এর কার্যক্রম স্থায়ী অত্যাধুনিক কমপ্লেক্সে শুরু
র‌্যাব-৯ এর কার্যক্রম স্থায়ী অত্যাধুনিক কমপ্লেক্সে শুরু

লোকালয় ডেস্কঃ ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষমতা গ্রহণের পূর্বে বাংলাদেশকে ‘ডিজিটাল বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলার যে প্রত্যয় বর্তমান সরকার ব্যক্ত করেছিলেন তা বাস্তবায়নের লক্ষ্যে সরকার আন্তরিকতার সাথে কাজ শুরু করেছে। দেশ এখন ডিজিটালের অনেক স্বাক্ষর বহন করছে। সরকারি সেবার পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও জনগণ ডিজিটাল সুবিধা ভোগ করছে। সরকারের চলমান ডিজিটাল বাংলাদেশের একটি র‌্যাব-৯ এর এই অত্যাধুনিক র‌্যাব কমপ্লেক্স। সিলেটে পেশাগত দায়িত্ব পালনের চৌদ্দ বছর পর প্রথমবারের মতো নিজ ভবনে কর্যক্রম শুরু হয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। ১ জুলাই, ১৮ থেকে শহরতলীর শাহপরান ব্রীজ সংলগ্ন দৃষ্টিনন্দন ও আধুনিক নতুন ভবনই হবে র‌্যাব- ৯ এর স্থায়ী ঠিকানা। দশ একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে বিশ্বমানের এই কার্যালয়টি। একদিকে সুরমা নদীর রূপালী জলের প্রবাহমানতা অন্যদিকে সবুজ প্রকৃতির বিন্যাসে সাজানো র‌্যাব-৯ এর এই সুবিশাল কার্যালয়। অবারিত খোলা আকাশের নিচে একই রঙের ১০টি ভবন রয়েছে। দৃষ্টি নন্দন দালানগুলো বদলে দিয়েছে এলাকার চেহারা। প্রবেশদ্বারেই রয়েছে অভ্যর্থনা কক্ষ;এর পরই রয়েছে ‘আত্মকানন’ নামে একটি ব্যতিক্রমধর্মী আম বাগান। সম্পুর্ণ পরিকল্পিত যে বাগানটি ইতিমধ্যে সারাদেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে। প্রশাসনিক সুযোগ সুবিধা ছাড়াও আছে একটি প্রশস্ত খেলার মাঠ, এটিএম বুথ, সেমিনার কক্ষ, বাস্কেট ও টেনিস খেলার মাঠ, পরিকল্পনা রয়েছে শিশু পাকের্র, আছে কার পার্কিং, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা। গত ২৬ মার্চ ২০০৪ তারিখে জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে অংশ গ্রহনের মাধ্যমে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জনসাধারনের সামনে আত্মপ্রকাশ করে। সেই থেকে সিলেটে মেজরটিলা এলাকায় একটি ভাড়াটে বাসা এবং বন্ধ হয়ে থাকা এক সময়ের ঐতিহ্যবাহী টেক্রটাইল মিল নিয়ে র‌্যার-৯ এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো। সিলেটে র‌্যাবের জন্মের পরপরই এই ফোর্স অত্যন্ত সাফল্যের সাথে তাদের কার্যক্রম পরিচালিত করে আসছে। তারপর একে একে র‌্যাব-৯ এর সাফল্যের ঝুড়িতে জমা হয় অনেকগুলো সাফল্য। ২০১১ সালে নতুন এই কার্যালয়ের জমির আনুষাঙ্গিক কাজ শুরু হয়। তারপর ২০১৫ সালের ২৮ মার্চ র‌্যাবের এই কমপ্লেক্রটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত্তিপ্রস্তরের দুবছর পর ২০১৭ সালের ২৬ এপ্রিল একইভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমপ্লেক্সর উদ্বোধন করেন। আশা করি এর মধ্য দিয়ে আমাদের সেবার মানের আরো ব্যাপ্তি ঘটবে। উল্লেখ্য যে, সিলেটের মেজর টিলা এলাকায় টেক্সটাইল মিল এর অভ্যন্তরে স্পেশাল কোম্পানীর কার্যক্রম অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জান এর নেতৃত্বে কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com