নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলার সদর উপজেলায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে। ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা হলেন- মোহাম্মদ মামুন মোর্শেদ (৩৫) এবং মো. আল-আমিন (২৫)। র্যাবের দাবি অনুযায়ী তারা দুজনেই মাদক ব্যবসায়ী।
র্যাব-৭ কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিলের ভাষ্য মতে, যাত্রীদের শরীর তল্লাশির জন্য ওই এলাকায় চেকপোস্ট বসায় র্যাব সদস্যরা। মোটরসাইকেলের দুই আরোহীকে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাব তাদের পেছনে ধাওয়া করে।
তিনি আরো দাবি করেন, একপর্যায়ে দুই যুবক র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় ব্ন্দুকযুদ্ধ। এতে মোর্শেদ এবং আল-আমিন ঘটনাস্থলেই নিহত হন।
পরে র্যাব সদস্যরা মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক থেকে ২৫ হাজার পিস ইয়াবা এবং ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৫টি গুলি উদ্ধার করে বলে জানান এই র্যাব কর্মকর্তা। খবর: ইউএনবি।
Leave a Reply