রোহিতের যে কীর্তি আছে তামিমেরও

রোহিতের যে কীর্তি আছে তামিমেরও

রোহিতের যে কীর্তি আছে তামিমেরও
রোহিতের যে কীর্তি আছে তামিমেরও

সেঞ্চুরি পেয়েছিলেন আগের দিনই। আজ দ্বিতীয় দিন সেটিকে ডাবলে রূপান্তর করেছেন রোহিত শর্মা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচি টেস্টে প্রথম ইনিংসে রোহিত করেছেন ২১২ রান। টেস্টে তার প্রথম ডাবল সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন ২৮ চার ও ৬ ছক্কায়, ২৫৫ বলে।

সিরিজে চার ইনিংসে এটি রোহিতের তৃতীয় একশ ছাড়ানো স্কোর। ভারত ওপেনার ডাবল পূর্ণ করেছেন রাজকীয় ভঙ্গিমায়, ছক্কা মেরে।

১৯৯ থেকে লুঙ্গি এনগিডির শর্ট বল পুল করে ছক্কায় উড়ান ডানহাতি ব্যাটসম্যান। টেস্টে কোনো ব্যাটসম্যানের ছক্কায় ডাবল সেঞ্চুরি পূর্ণ করার ১৭তম ঘটনা এটি।

রোহিতের আগে সবশেষ ছক্কায় ডাবল পূর্ণ করেছিলেন পাকিস্তানের ইউনিস খান। ২০১৬ সালে ওভালে ইংল্যান্ডের স্পিনার মঈন আলীকে ছক্কায় উড়িয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল স্পর্শ করেছিলেন ইউনিস।

সেটি ছিল ইউনিসের ছক্কায় ডাবল পূর্ণ করার দ্বিতীয় ঘটনা। ২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষেও তিনি ডাবল পূর্ণ করেছিলেন ছক্কা হাঁকিয়ে।

মাহেলা জয়াবর্ধনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অন্তত দুবার ছক্কায় ডাবল পূর্ণ করার কীর্তি গড়েন ইউনিস। শ্রীলঙ্কান গ্রেট জয়াবর্ধনে অবশ্য তার সাত ডাবল সেঞ্চুরির তিনটিই ছক্কায় পূর্ণ করেছেন।

টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কায় ডাবল পূর্ণ করেছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ, ১৯৮৩ সালে হায়দরাবাদে ভারতের বিপক্ষে।

রোহিত প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কায় ডাবল পূর্ণ করলেন। ভারতের অনেক আগেই এই কীর্তির তালিকায় নাম তুলেছে বাংলাদেশ। ২০১৫ সালে খুলনায় তামিম ইকবাল ডাবল পূর্ণ করেছিলেন পাকিস্তানের পেসার জুনাইদ খানকে ছক্কায় উড়িয়ে।

সবচেয়ে বেশিবার ছক্কায় ডাবল সেঞ্চুরি করার কীর্তি পাকিস্তানের ব্যাটসম্যানদের, ছয়বার। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার শ্রীলঙ্কার। বাংলাদেশের বিপক্ষে এমনটা হয়েছে তিনবার।

ছক্কায় ডাবল সেঞ্চুরির যত ঘটনা

ব্যাটসম্যান বোলার দল প্রতিপক্ষ ভেন্যু সাল
জাভেদ মিয়াঁদাদ দিলীপ দোশি পাকিস্তান ভারত হায়দরাবাদ (পাকিস্তান) ১৯৮৩
গর্ডন গ্রিনিজ নিল ফস্টার উইন্ডিজ ইংল্যান্ড লর্ডস ১৯৮৪
ওয়াসিম আকরাম অ্যান্ডি হুইটাল পাকিস্তান জিম্বাবুয়ে শেখুপুরা ১৯৯৬
মারভান আতাপাত্তু অ্যাডাম হাকেল শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ক্যান্ডি ১৯৯৮
ম্যাথু সিনক্লেয়ার সাকলাইন মুশতাক নিউজিল্যান্ড পাকিস্তান ক্রাইস্টচার্চ ২০০১
মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ শরীফ পাকিস্তান বাংলাদেশ চট্টগ্রাম ২০০২
মাহেলা জয়াবর্ধনে নিকি বোয়ে শ্রীলঙ্কা দ. আফ্রিকা গল ২০০৪
সনাৎ জয়াসুরিয়া শোয়েব আখতার শ্রীলঙ্কা পাকিস্তান ফয়সালাবাদ ২০০৪
জাস্টিন ল্যাঙ্গার পল ওয়াইজম্যান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অ্যাডিলেড ২০০৪
মাহেলা জয়াবর্ধনে জ্যাক রুডলফ শ্রীলঙ্কা দ. আফ্রিকা কলম্বো ২০০৬
ইউনিস খান প্রসপার উতসেয়া পাকিস্তান জিম্বাবুয়ে হারারে ২০১৩
মাহেলা জয়াবর্ধনে নাসির হোসেন শ্রীলঙ্কা বাংলাদেশ ঢাকা ২০১৪
ব্রেন্ডন ম্যাককালাম ইয়াসির শাহ নিউজিল্যান্ড পাকিস্তান শারজাহ ২০১৪
তামিম ইকবাল জুনাইদ খান বাংলাদেশ পাকিস্তান খুলনা ২০১৫
আজহার আলী সাকিব আল হাসান পাকিস্তান বাংলাদেশ ঢাকা ২০১৫
ইউনিস খান মঈন আলী পাকিস্তান ইংল্যান্ড ওভাল ২০১৬
রোহিত শর্মা লুঙ্গি এনগিডি ভারত দ. আফ্রিকা রাঁচি ২০১৯

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com