রোহিতের ক্যাচ ছাড়লেন তামিম

রোহিতের ক্যাচ ছাড়লেন তামিম

রোহিতের ক্যাচ ছাড়লেন তামিম
রোহিতের ক্যাচ ছাড়লেন তামিম

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে ভারত।

স্কোর: ১৩ ওভারে ৭৪/০।

পাওয়ার প্লেতে উইকেটশূন্য বাংলাদেশ

প্রথম পাওয়ার প্লেতে ভারতের উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। সুযোগ অবশ্য এসেছিল একবার। তবে মুস্তাফিজুর রহমানের বলে রোহিত শর্মার ক্যাচ ফেলেন তামিম ইকবাল। ৯ রানে জীবন পেয়ে আক্রমণাত্মক হয়ে উঠেছেন রোহিত। দেখেশুনে খেলছেন লোকেশ রাহুল।

১০ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৬৯ রান। রোহিত ২৯ বলে ৩৮ ও রাহুল ৩২ বলে ২৮ রানে ব্যাট করছেন।

রোহিতকে জীবন দিলেন তামিম

মুস্তাফিজুর রহমানের বলে রোহিত শর্মার ক্যাচ ফেলেছেন তামিম ইকবাল। বাঁহাতি পেসারের শর্ট বল স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কায় উড়াতে চেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। ডিপ স্কয়ার লেগ থেকে দৌড়ে গিয়ে বুক উচ্চতার বলটা তালুবন্দি করতে ব্যর্থ হন তামিম। তখন ৯ রানে ব্যাট করছিলেন রোহিত।

৫ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২১ রান। রোহিত ১১ ও লোকেশ রাহুল ৮ রানে ব্যাট করছেন।

ভারতেরও দুটি পরিবর্তন

বাংলাদেশের মতো ভারতও একাদশে দুটি পরিবর্তন এনেছে। রিস্ট স্পিনার কুলদীপ যাদবের জায়গায় ফিরেছেন পেসার ভুবনেশ্বর কুমার। কেদার যাদবের জায়গায় এসেছেন দিনেশ কার্তিক।

ভারত একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

বাংলাদেশের দুটি পরিবর্তন

বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন হয়েছে। চোটের কারণে খেলতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তার জায়গায় খেলছেন সাব্বির রহমান। একাদশে ঢুকেছেন পেসার রুবেল হোসেনও। বাদ পড়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অর্থাৎ বাংলাদেশ আজ চার পেসার নিয়ে খেলছে।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।

টস

টস জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচ

ইংল্যান্ডের কাছে ভারতের হারের পরই বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণ হয়ে গেছে কঠিন। সেমিফাইনালে যেতে হলে শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে। পাশাপাশি ইংল্যান্ড যেন নিউজিল্যান্ডের কাছে হারে, করতে হবে সেই প্রার্থনাও। ইংল্যান্ড জিতলেও বাংলাদেশ সেমিতে যেতে পারে, সেক্ষেত্রে নেট রানরেটে পেছনে ফেলতে হবে কিউইদের। মাশরাফিদের সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ের শুরুটা হচ্ছে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।

পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত

দুই দল এর আগে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৩৫ বার। যেখানে ভারতের জয় ২৯টি, বাংলাদেশের পাঁচটি, একটি ম্যাচের ফল হয়নি।

বিশ্বকাপে দুই দলের এর আগে দেখা হয়েছে তিনবার। ২০০৭ সালে প্রথম দেখায় ঐতিহাসিক এক জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ২০১১ সালে ঘরের মাঠে গ্রুপপর্বে ও ২০১৫ বিশ্বকাপে মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ হেরে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com