লোকালয় ২৪

রোহিঙ্গা নিধনকে গণহত্যা বললেন নোবেলজয়ী

রোহিঙ্গা নিধনকে গণহত্যা বললেন নোবেলজয়ী

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সঙ্গে হওয়া বর্বরতাকে গণহত্যা বলে অভিহিত করেছেন নোবেল বিজয়ী দুই নারী শিরিন এবাদি ও তাওয়াক্কল কারমান।

৩ মে, বৃহস্পতিবার কানাডার সংবাদপত্র ‘দ্য গ্লোব অ্যান্ড মেইলে’ প্রকাশিত এক লেখায় এ কথা বলেছেন ওই দুই নোবেল বিজয়ী।

শিরিন এবাদি ও তাওয়াক্কল কারমান বলেন, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে আমরা পরিকল্পিত সহিংসতার সবচেয়ে নিষ্ঠুর ও অমানবিক রূপ প্রত্যক্ষ করেছি, যা আমাদের জাগিয়ে তুলেছে, তার একটি নাম আছে সেটি গণহত্যা।

লেখায় আরও বলা হয়েছে, কানাডার সম্মানসূচক নাগরিক সু চিসহ মিয়ানমার কর্তৃপক্ষকে এর দায় নিতে হবে এবং দ্রুত এসব বর্বরতা বন্ধ করতে হবে।

নোবেল বিজয়ী এই দুই নারী বলেন, রোহিঙ্গাদের দুর্দশা ও নির্যাতনের চিত্র প্রত্যক্ষ করতে গত ফেব্রুয়ারিতে আমরা বাংলাদেশের কুতুপালং এবং থিয়াংখালী শরণার্থী ক্যাম্পে গিয়েছিলাম। সেখানে যা দেখেছি, তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।

তাদের লেখায় বলা হয়, ১০০ জনেরও বেশি রোহিঙ্গা নারী তাদের জানিয়েছেন মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কীভাবে তাদের গ্রাম জ্বালিয়ে দিয়েছে, নির্যাতন করেছে, নারী ও শিশুদের ধর্ষণ করেছে।