লোকালয় ২৪

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সঙ্গে চুক্তিতে রাজি মিয়ানমার

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সঙ্গে চুক্তিতে রাজি মিয়ানমার

লোকালয় ডেস্কঃ বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়ায় সহায়তার জন্য জাতিসংঘের দুই সংস্থার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ে রাজি হয়েছে মিয়ানমার।

৩১ মে, বৃহস্পতিবার মিয়ানমার স্টেট কাউন্সিল কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

মিয়ানমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোহিঙ্গাদের ফেরানো ও পুনর্বাসনের বিভিন্ন ধাপে অংশগ্রহণ এবং তাদের জীবিকার ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তার জন্য জাতিসংঘের দুটি সংস্থার সঙ্গে কাজ করবে মিয়ানমার। এগুলো হলো ইউএনডিপি ও ইউএনএইচসিআর।

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যে চুক্তি সই হয়েছে তা বাস্তবায়নে দেশটির সরকারকে সহায়তা করার জন্য মিয়ামারের শ্রম, অভিবাসন ও জনসংখ্যা মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউএনএইচসিআর এমওইউতে অনুস্বাক্ষর করছে।

মিয়ানমারের সরকার চলতি বছরের ফেব্রুয়ারি থেকে একটি এমওইউ করার বিষয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল।

এর আগে ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন নির্যাতনের শিকার হয়ে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।