সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে দিতে হবে: জিএম কাদের

রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে দিতে হবে: জিএম কাদের

রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে দিতে হবে: জিএম কাদের
রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে দিতে হবে: জিএম কাদের

লোকালয় ডেস্কঃ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে দিতে হবে। এজন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাবি অনুযায়ী, রাখাইনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে।’ রোহিঙ্গাদের মানবিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তিনি।

রবিবার (৩ ফেব্রুয়ারি) বনানী কার্যালয়ে অনুষ্ঠিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচনকালে জিএম কাদের এসব কথা বলেন। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি রক্তাক্ত আরাকান নামে একটি বই লিখেছেন। সে বইটির মোড়ক উন্মোচন করেন জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

গোলাম মোহাম্মদ কাদের আর বলেন, ‘জাতীয় পার্টি কারও পাতানো খেলায় অংশ নেবে না। সংসদে গৃহপালিত বিরোধী দল হতে যাবে না কখনোই। সংসদীয় গণতন্ত্রে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি প্রতিটি অধিবেশনে ভূমিকা রাখবে।’

জিএম কাদের আরও বলেন, ‘সংসদে সদস্য সংখ্যা কোনও বিষয় নয়, আমরা কতটা ভূমিকা রাখতে পারবো সেটাই বড় কথা। বাংলাদেশের রাজনীতিতে অনাস্থা দিয়ে সরকার বদল করা যাবে না, শুধু নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব। তাই বিরোধী দলে ভূমিকা রেখেই জাতীয় পার্টি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে। যাতে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, এসএম ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভূইয়া, চ্যানেল আইয়ের জেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও বইয়ের লেখক খন্দকার দেলোয়ার জালালী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com