লোকালয় ডেস্ক: রোববার দেশের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপরই তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে তারা।
আবহাওয়াবিদরা বলছেন, রোববার বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সোমবার সারা দেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সময়কাল হবে সর্বোচ্চ আধঘণ্টা থেকে ৪০ মিনিট। এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, গতকালের মতো আজও সারাদেশে ভ্যাপসা গরমের পাশাপাশি তাপমাত্রাও অপরিবর্তিত থাকবে।
আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি ও রাতের দৈর্ঘ্য কম হওয়ায় বেশি গরম লাগছে। ঘামও হচ্ছে বেশি। গ্রীষ্মের এই সময়ে স্বাভাবিকের চেয়ে গড় তাপমাত্রা ৫ ডিগ্রি বেশি থাকে বলেও জানান তারা।
মে মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply