লোকালয় ডেস্কঃ শুরু হয়েছে আত্মশুদ্ধি ও সংযমের মাস রমজান। বিশ্বের মুসলিম সম্প্রদায় নিয়ম অনুযায়ী তাদের রোজা পালন করছেন।
এদিকে প্রথমদিন রোজা রেখেছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এ তথ্য জানান এই অভিনেতা।
ভিডিওটি একটি ব্যায়ামাগার থেকে ধারণ করেছেন বরুণ। কলঙ্ক সিনেমার জন্য বেশ শারীরিক কসরত করছেন তিনি। এই অভিনেতা জানান, ব্যায়ামাগারে তার প্রশিক্ষকসহ অন্যান্য সদস্যরাও প্রথমদিন রোজা রেখেছিলেন।
কলঙ্ক সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক ভার্মা। এতে বরুণ ধাওয়ান ছাড়া আরো অভিনয় করছেন-সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রয় কাপুর প্রমুখ। এটি যৌথভাবে প্রযোজনা করছেন করন জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা, হিরু যশ জোহর, অপূর্ব মেহতা ও ফক্স স্টার স্টুডিওস। আগামী বছর ১৯ এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
Leave a Reply