লাইফস্টাইল ডেস্ক: সুস্থ জীবন পেতে গেলে শুধুমাত্র সুন্দর স্বাস্থ্যের অধিকারী হলেই হবে না। নিজের মনকেও সুস্থ রাখতে হবে। এবং সেটা হতে পারে যদি আপনার মাথা সবসময় নির্ঝঞ্ঝাট থাকে। চিন্তা ও রাগমুক্ত ভাবনা শরীরকে সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। আর যদি তা মাথায় এসে জমতে থাকে এবং আপনি অস্থির হয়ে ওঠেন, তাহলে ইতিবাচকতা দিয়ে তাকে দূরে সরিয়ে দিন।
জেনে নিন এখনকার ব্যস্ত সময়ে কীভাবে নিজের মাথা শান্ত রাখবেন-
মন ও মস্তিষ্ককে শান্ত রাখার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ধ্যান। যখন নেতিবাচক ভাবনা আপনার মনে ভিড় করতে থাকে, তা মানসিক দৃঢ়তাকে কমিয়ে দেয়। ধ্যান করলে ফের পুরনো অবস্থায় ফিরে আসা যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করলে মাথা শীতল রাখতে বিশেষ বেগ পেতে হয় না। প্রচণ্ড রাগ ও ভয়ের মুহূর্তে মনকে ধরে রাখে এই ব্যায়াম। সব নেতিবাচক ভাবনা ও আবেগ এই অনুশীলনের ফলে দূর হয়ে যায়।
নিজের ভাবনা-চিন্তাকে জানা ও তার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারলে সহজেই যে কোনও পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখা সম্ভব হয়।
নেতিবাচক ভাবনা সবসময়ই মনের মধ্যে ভিড় করতে থাকে। সেগুলিকে দূরে সরিয়ে রাখতে হলে সবসময় ইতিবাচক ভাবনা ভাবতে হবে।
মনকে শান্ত রাখতে হলে নানা ইতিবাচক কাজে মনকে ব্যস্ত রাখতে হবে। মন ব্যস্ত থাকলেই নেতিবাচক ভাবনা মনে ভিড় করতে পারবে না। কোনও ঘটনা মনকে কষ্ট দিলে সেটা থেকে বেরিয়ে আসুন।
বিশেষজ্ঞরাই জানাচ্ছেন, গান বা মিউজিক শুনলে মন ভালো থাকে। মন অশান্ত থাকলে ঘর অন্ধকার করে প্রাণ ভরে গান শুনুন। দ্রুত ভালো লাগতে শুরু করবে আপনার।
অনেক সময়ে ক্লান্তি থেকে মন খারাপ হয়ে থাকে বা রাগ হয়। মনকে সুস্থ রাখতে তাই পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।
মনে রাখবেন, হাসিখুশি থাকার চেয়ে সুস্থ থাকার ভালো উপায় আর কিছু নেই।
Leave a Reply