বিনোদন ডেস্কঃ ইশারায় ক্যামেরাকে ফলো করতে বললেন দেব। ক্যামেরাকে পিছনে রেখেই একটি ঘরে গিয়ে ঢুকলেন তিনি। তখন সেখানে বসে মোবাইলে ব্যস্ত ছিলেন রুক্মিণী মৈত্র। সেখানে রুক্মিণীর ওপর অতর্কিত ‘আক্রমণ’ করেন দেব। তবে রাগের বশবর্তী হয়ে কোনকিছু করেনি তিনি। রুক্মিণীর শরীর রাঙিয়ে দিয়েছেন আবিরের রঙে।
ঘরে ঢুকে হঠাৎ রুক্মিণীর মুখে হলুদ আবির মাখিয়ে দেন দেব। এই মধুর আক্রমণে হতচকিত হয়ে পড়েন রুক্মিণী। পরে দেখা যায় দেবের মুখেও একই রঙের আবির। এর পর দু’জনে মিলে হোলির শুভেচ্ছা জানান। এই ভিডিওটি আপাতত সোশ্যাল মিডিয়ায় দেব-রুক্মিণীর ভক্তদের পছন্দের তালিকার শীর্ষে।
‘চ্যাম্প’ এবং ‘ককপিট’-এর পর দেব-রুক্মিণীকে তৃতীয়বার বড়পর্দায় দেখবেন দর্শক। সব কিছু ঠিক থাকলে আর কয়েক মাসের মধ্যেই মুক্তি পাবে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের এই ছবি। তার কাজ চলছে জোরেশোরে। তার মধ্যেই রঙের উৎসব। তাই সময় বের করে সেলিব্রেট করলেন দেব-রুক্মিণী।