রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে ২০ প্লাটুন বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন

রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে ২০ প্লাটুন বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন

লোকালয় ডেস্ক: রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে বিজিবি মোতায়েন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার লক্ষ্যে প্রশাসনের অনুরোধে রাজধানী ঢাকায় আজ সন্ধ্যা ৬ টা থেকে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৩ প্লাটুন, নোয়াখালীতে ১ প্লাটুন, লক্ষ্মীপুুুরে ১ প্লাটুন এবং চাঁদপুরে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তাছাড়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে সামনে রেখে সংশ্লিষ্ট আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি চলছে। আজ বুধবার দুপুরে বকশীবাজারে মহানগর দায়রা জজ আদালতে গিয়ে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। ঘটনাস্থলে দেখা যায়, র‌্যাব সদস্যরা ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী এই আদালতের বিভিন্ন এলাকাজুড়ে সিসি ক্যামেরা লাগাচ্ছেন। গোয়েন্দা পুলিশ সদস্যদেরও পৃথকভাবে সিসি ক্যামেরা লাগাতে দেখা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com