লোকালয় ২৪

রাব্বানী চান ঐক্যবদ্ধ, নুরের দাবি পদত্যাগ

রাব্বানী চান ঐক্যবদ্ধ, নুরের দাবি পদত্যাগ

ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে এখনও রয়েছেন গোলাম রাব্বানী।

দলীয় পদ হারিয়ে এখন থেকে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি নুরুল হক নুরকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান জিএস রাব্বানী। কিন্তু অনীহা দেখিয়ে রাব্বানীর পদত্যাগ দাবি করেছেন নুর।

দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ হারানোর ১৭ দিন পর বুধবার (২ অক্টোবর) ক্যাম্পাসে প্রবেশ করেন রাব্বানী।

তিনি বলেন, ‘একসঙ্গে ইতিবাচকভাবে কাজ করার বিষয়ে ভিপি নুরের সঙ্গে কথা হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে ডাকসুর কাজগুলো করবো। শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজনৈতিক মতার্দশের বাইরে আমরা সরাসরি একসঙ্গে কাজ করবো।’

তবে রাব্বানীর সঙ্গে কাজ করতে আগ্রহী না বলে জানিয়েছেন ভিপি নুর। তিনি বলেন, ‘একসঙ্গে কাজ করার বিষয়ে কোনও কথা হয়নি। তিনি ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেছেন। আমি তাকে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছি।’

এদিকে ক্যাম্পাসে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ খোকনের ৮ম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন গোলাম রাব্বানী। এ বিষয়েও সমালোচনা করেছেন ছাত্রলীগের অনেকে।