লোকালয় ২৪

রাতে মুখোমুখি আর্জেন্টিনা-চিলি

রাতে মুখোমুখি আর্জেন্টিনা-চিলি

স্পোর্টস আপডেট ডেস্ক- কোপা আমেরিকার গেল আসরের চ্যাম্পিয়ন চিলি ও রানার্স-আপ আর্জেন্টিনা এবারের আসরে নেই! সেমি-ফাইনাল থেকে ছিটকে গেছে দলদুটি! ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নেয় মেসিরা আর চিলিকে হারায় পেরু!

টানা দুই বারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে পেরু। হারা দু’দলের শেষ সুযোগ কোপার তৃতীয় স্থান অর্জন করা! ব্রাজিলের সাওপাওলোতে শনিবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি! গত দুই আসরের ফাইনাল ম্যাচে চিলির কাছে হেরে রানার্স আপ হয় লিওনেল মেসির দল।

পরিসংখ্যান বলছে কোপাতে মেসিরা এগিয়ে! এখন পর্যন্ত ২৮ বার আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে চিলির জয় মাত্র ২ ম্যাচে! ১৮টি ম্যাচে জয় পেয়েছে চৌদ্দবারের চ্যাম্পিয়নরা! আর ৬টি ম্যাচ ড্র হয়!

এছাড়া সবপ্রতিযোগিতা মিলিয়েও আর্জেন্টিনার জয়ের পাল্লা ভারী বেশি! এখন পর্যন্ত ৯০টি ম্যাচের দেখায় চিলির জয় মাত্র ৮ ম্যাচে! ৬০টি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা! এরমধ্যে ২২টি ম্যাচ ড্র হয়!

তবে আর্জেন্টিনার বিপক্ষে চিলি জয় পরাজয় তেমন কিছু নয়! দলটির আত্মবিশ্বাস তুঙ্গে! গেল দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে তারা! সবশেষ ২০১৬ সালের ২৬ জুন মেসিদের হারিয়ে শিরোপা ঘরে তোলে চিলি। তাই পরিসংখ্যান মিলিয়ে চিলিকে ছোট করে দেখার সুযোগ নেই!

এদিকে এবার প্রথম সেমিফাইনাল ম্যাচে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনা। আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পেরুর কাছে ৩-০ গোলে হারে চিলি। আগামীকাল (রবিবার) বাংলাদেশ সময় রাত দুইটায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-চিলি।