লোকালয় ২৪

রাতেই ভোট দেওয়া হয়ে গেছে: ড. কামাল

রাতেই ভোট দেওয়া হয়ে গেছে: ড. কামাল

ঢাকা- ঢাকা-৮ আসনের ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেন।

রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে কেন্দ্রে পৌঁছে ভোট দেন তিনি। ড. কামালের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ভোটকেন্দ্রে গিয়েছিলেন।

তিনি এ সময় বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে রাতেই ভোট দেওয়া হয়ে গেছে। সরকার ভোটাধিকার হরণ করে শহীদদের সঙ্গে, বঙ্গবন্ধুর সঙ্গে বেঈমানি করেছে।’

‘মিনিটে মিনিটে খবর পাচ্ছি বাইরের কেন্দ্রগুলো নির্বাচনি কোনো এজেন্ট নেই। এটি দুঃখজনক ও লজ্জাজনক। আমরা বলেছি সংশ্লিষ্ট এলাকার সাংবাদিক ও নির্বাচন কর্মকর্তাদের বিষয়টি জানাতে।’

ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘দেশের মালিক জনগণ। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ মালিকানা ফিরে পাবেন। লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। আশা করি জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’

নিজ কেন্দ্র ভিকারুননিসা সম্পর্কে ড. কামাল বলেন, ‘এখানকার পরিবেশ অনেক ভালো। আমার থেকে বয়স্ক অনেকে ভোট দিতে এসেছেন। শীতের সকালে ভোট দিতে এসে ভালোই লাগছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের শেষটা দেখতে চাই। জয়ের ব্যাপারে আশাবাদী।