লোকালয় ২৪

রাজশাহী সিটি নির্বাচনে দুই কেন্দ্রে ৮৩৫ ভোটের ব্যবধানে নৌকা এগিয়ে

রাজশাহী সিটি নির্বাচনে দুই কেন্দ্রে ৮৩৫ ভোটের ব্যবধানে নৌকা এগিয়ে

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষে হয়েছে। চলছে ভোট গণনার কাজ। ইতোমধ্যে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গৃহীত ভোট গণনায় এগিয়ে রয়েছে নৌকা। ভোটকেন্দ্রের ফল ঘোষণা শেষে এ খবর জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা।
১৩৮টি ভোট কেন্দ্রের মধ্যে দুটিতে ইভিএমের ভোট কেন্দ্র ছিল। এ দুটিতে নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১৪২৪ ভোট। অপরদিকে, ধানের শীষের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৫৮৯টি ভোট। অন্য তিন মেয়র প্রার্থীদের ভোটের খবর পাওয়া যায়নি।
রাসিকের এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর ১৬২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাসিকের মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ (নারী ১ লাখ ৬২ হাজার ৫৩ এবং পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫) জন।