লোকালয় ২৪

রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় আহত আরেক আ’লীগ নেতার মৃত্যু

রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় আহত আরেক আ’লীগ নেতার মৃত্যু

রাজশাহী- রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় ইসমাইল হোসেন (৪৯) নামে আহত আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজশাহীতে তিনজনের মৃত্যু হল।

চিকিৎসাধীন সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর-ধমরপুর গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি পালপুর-ধমরপুর স্কুল ও কলেজ কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান জানান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে ইসমাইল হোসেন মাঠে কাজ পালন করছিলেন। তার সঙ্গে তার ছেলে নাঈম (১৯) ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে পালপুর গ্রামে বিএনপি-জামায়াত সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য তারা একটি বাড়িতে আশ্রয় নিলে সেই বাড়িতে ঢোকেন। সেখানেই তারা তাদের পিটিয়ে জখম করে।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ইসমাইল হোসেনকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। আজ সকাল ৭টা ৪০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।