লোকালয় ডেস্কঃ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযানের কথা শুনে তাড়াহুড়া করে দৌড়ে পালানোর সময় এক হকার মাথা ঘুরে পড়ে মারা গেছেন বলে জানা গেছে। তাঁর নাম মো. শাহ জামাল (৬৫)। তিনি বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে শরবত বিক্রি করতেন। জামালের গ্রামের বাড়ি ময়মনসিংহ কোতোয়ালি থানার শিকারিকান্দি গ্রামে।
জামালের আত্মীয় ময়নাল বলেন, গুলিস্তান এলাকায় আজ দুপুরে সিটি করপোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে। এ সময় পুলিশ হকারদের সরে যেতে তাড়া দেয়। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে জামাল মাথাঘুরে পড়ে যান। সেখান থেকে পুলিশ তাঁকে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হক বলেন, শাহ জামাল নামের ওই হকার সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযানের সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে মারা গেছে। তাঁর মৃত্যুর বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি।
Leave a Reply