লোকালয় ২৪

রাজধানীতে আগুনে পুড়ল তিনটি কয়েল তৈরির কারখানা

http://lokaloy24.com/

রাজধানীর রায়েরবাগে অগ্নিকাণ্ডে তিনটি কয়েল তৈরির কারখানা পুড়ে গেছে। শনিবার (৫ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

কদমতলী থানা সূত্রে জানা গেছে, রাত সোয়া ১টার দিকে পুলিশের একটি টহল দল খানকা শরীফ সড়কের পাশের কয়েল তৈরির কারখানা থেকে ধোঁয়া উড়তে দেখে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে জানানো হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, থানার পূর্বপাশের একটি জায়গায় তিনটি কয়েল তৈরির কারখানায় আগুন লাগে। এ সময় কারখানার ছয়-আটজন কর্মচারী নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

কয়েল তৈরির কাঁচামাল থেকে আগুন লাগতে পারে বলে ধারণা ওসি প্রলয় কুমারের।