লোকালয় ২৪

রহ্মপুত্রে ধরা পড়লো ১৪ কেজি ওজনের কাতলা মাছ

বার্তা ডেস্কঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে ধরা পড়ছে ১৪ কেজি ৩শ’ গ্রাম ওজনের একটি কাতল মাছ। মঙ্গলবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার জোরগাছ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে শ্যামল নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের হ্যালিপ্যাড সংলগ্ন পাম্প মোড় এলাকায় মাছটি বিক্রি করতে আনলে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়। দর্শনার্থীদের অনেকেই এত বড় কাতল মাছ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মাছ বিক্রেতা ধনেশ্বর জানান, কাতল মাছটির ওজন ১৪ কেজি ৩শ’ গ্রাম। মাছটির দাম ২০ হাজার টাকা চাওয়া হলেও প্রতি কেজি এক হাজার টাকা দরে ১৪ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে। দুইজন ক্রেতা মিলে মাছটি কিনেছেন।