লোকালয় ২৪

রহমানিয়া কল্যাণ ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

রহমানিয়া কল্যাণ ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

 

লোকালয় ডেস্কঃ প্রতি বছরের মত এবারও আসন্ন পবিত্র রমজান উপলক্ষে রাহমানিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক মনোনীত ব্যক্তিকে দেওয়া হয় খাদ্য সামগ্রীর একেকটি প্যাকেট। প্রত্যেক প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ১ কেজি খেজুর, ১ কেজি ছোলা, ১ কেজি বুটের ডাল, ১ কেজি লবণ, ২ কেজি পিঁয়াজ, ২০০ গ্রাম করে মরিচ, ধনে ও হলুদ গুঁড়া। এবার বিতরণ করা হয়েছে মোট ২৩৫ প্যাকেট। বিতরণ কেন্দ্র ছিল বিগত ০৯/০৫/২০১৮ তারিখে কদমতলা, মেঘনা, কুমিলা (৫০ প্যাকেট), ১২/০৫/২০১৮ তারিখে নাদামপুর, ইনাতগঞ্জ, নবীগঞ্জ (৪০ প্যাকেট), ঐ তারিখেই চরগাঁও (কসবা), দীঘলবাক, নবীগঞ্জ (৫০ প্যাকেট) এবং ১৪/০৫/২০১৮ তারিখে ঘাটুয়া, বানিয়াচং কেন্দ্রে (৯৫ প্যাকেট)। প্রত্যেক কেন্দ্রে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব আলহাজ্ব আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক আলহাজ্ব খলিল আহমেদ এবং স্থানীয় গণ্য-মান্য ব্যক্তিবর্গ। উলেখ্য যে, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার অন্তর্গত আমীরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আতাউর রহমান (যুক্তরাজ্য প্রবাসী) ২০১৩ সালে অত্র সংগঠনটি গঠন করেন। জনাব আতাউর রহমান এবং তাঁর প্রবাসী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের অর্থায়নে অত্র সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। চলিত ২০১৮ সালের কার্যক্রম পরিচালনায় মোট ৫০ জন প্রবাসী বাংলাদেশী অনুদান দিয়েছেন। আরও উলেখ্য যে অত্র সংগঠনটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং নিঃস্বার্থ সেবামূলক প্রতিষ্ঠান। সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর দরিদ্রদের মধ্যে রমজানে খাদ্য-সামগ্রী বিতরণ, মসজিদে ইফতারীর আয়োজন, প্রত্যেক ঈদুল ফিতরে শাড়ি ও লুঙ্গি বিতরণ, প্রত্যেক শীতকালে কভারসহ লেপ বিতরণ, কন্যাদায়গ্রস্ত দরিদ্র পিতাদেরকে বৈবাহিক অনুদান, জটিলরোগে আক্রান্ত দরিদ্রদেরকে চিকিৎসা বিষয়ক অনুদান, দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা বিষয়ক অনুদান এবং অভাবগ্রস্ত বিপন্ন পরিবারকে বিভিন্ন আর্থিক সহায়তা (বিবেচনা সাপেক্ষে) দিয়ে থাকে। সংগঠনের সভাপতি তার বক্তব্যে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।