লোকালয় ২৪

‘রংপুর উপ-‌নির্বাচন প্র‌তিদ্ব‌ন্দ্বিতামূলক হ‌বে’- কা‌দের

‘রংপুর উপ-‌নির্বাচন প্র‌তিদ্ব‌ন্দ্বিতামূলক হ‌বে’- কা‌দের

মঙ্গলবার (১০ সে‌প্টেম্বর) গাজীপুরের টঙ্গী বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে এ‌সে সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের ব‌লেন, রংপুরের উপ-নির্বাচ‌নে জাতীয় পার্টি আ‌ছে, আমরাও প্রার্থী দি‌য়ে‌ছি এবং বিএন‌পিও অংশ নিচ্ছে। আশা করি এ ‌নির্বাচনটা প্র‌তিদ্বন্দ্বিতামূলক হ‌বে।

শেখ হাসিনা সরকারের উদ্যোগে চলমান এই মেগা প্রজেক্টের (বাস র‍্যাপিড ট্রানজিট) কাজ ২০২১ সালের জুন নাগাদ শেষ হবে বলেও জানান ওবায়দুল কাদের।

মন্ত্রী ব‌লেন, ‌বিএন‌পির আমলে দেশ কোনো রাস্তা-সড়‌কের মুখ দে‌খে‌নি। বর্তমা‌নে ফ্লাইওভার, বাস র‍্যাপিড ট্রানজিট, মে‌ট্রো‌রেল, ফোর লেন হ‌চ্ছে। এগু‌লো তারা স্ব‌প্নেও দে‌খে‌নি কোনোদিন।

বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের ব‌লেন, বিএনপি অনেকগু‌লো নির্বাচন বর্জন করেছে। অংশগ্রহণ করে‌নি। তবে এখন তারা বলেছে, স্থানীয় সরকার থে‌কে শুরু করে জাতীয়, প্রত্যেক নির্বাচনেই তারা অংশগ্রহণ করবে। আমরা তাদের স্বাগত জানাই। তারা (বিএন‌পি) সংসদেও এ‌সে‌ছে। সংসদে তারা অংশ নি‌চ্ছে। এটা একটা ভালো দিক।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন- গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (‌জিএম‌পি) পু‌লিশ ক‌মিশনার মো. আ‌নোয়ার হো‌সেন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন এবং সড়ক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।