ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরের তিন তরুণের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। অন্য সব ধর্ষণ থেকে এই ঘটনা একটু আলাদা। সম্প্রতি গ্রেফতারের পর অভিযুক্তরা জানিয়েছে, তারা ফুর্তি করার জন্য কিশোরীকে ধর্ষণ করে। আর এক্ষেত্রে তাদের উদ্দীপক হিসেবে কাজ করে মদ্যপান।
ভারতীয় গণমাধ্যমে খবর, প্রাইভেট টিউশন সেরে গত ২ জানুয়ারি রাতে নিজের গ্রামে ফিরছিল উত্তরপ্রদেশের বুলন্দশহরের ওই কিশোরী। ৯১ নম্বর জাতীয় সড়কের ওপর থেকে আচমকাই তাকে অপহরণ করে তিনজন তরুণের একটি দল।
কিশোরীর পরিবারের অভিযোগ দায়েরের পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। পুলিশি জেরায় তারা জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যা বেলা তারা প্রথমে একটি সিনেমা দেখে। তারপর মদ্যপান করে। এরপরই পরিকল্পনা করে জাতীয় সড়ক থেকে কোনো মেয়েকে অপহরণ করে ফুর্তি করবে। সেই সময়ই ওই কিশোরী তাদের নজরে আসে। এরপরই গাড়িতে উঠিয়ে নিয়ে চলে নির্যাতন।
Leave a Reply