লোকালয় ২৪

যে গ্রামে ঘুমিয়ে গেলে ঘুম ভাঙে টানা ৬ দিন পর !

যে গ্রামে ঘুমিয়ে গেলে ঘুম ভাঙে টানা ৬ দিন পর !

লোকালয় ডেস্কঃ কাজাখস্তানের একটি গ্রামে একবার ঘুমিয়ে পড়লে, সেই ঘুম ভাঙে ছ`দিন পরে। অথচ চার বছর আগেও এমনটা ছিল না। বরং স্বাভাবিকই ছিল কাজাখস্তানের এই কালাচি গ্রামের জনজীবন। ঘুম ভাঙার পরে নাকি তাদের কিছুই মনে থাকে না। তবে গ্রামের সবাই যে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন এমনটা নয়। মূলত শিশুরাই এই ঘুমের কবলে পড়েন। বাদ যান না কয়েকজন প্রাপ্তবয়স্কও।

দেশটির রাজধানী আস্তানা থেকে ৩০০ মাইল দূরের এই গ্রামে ঘুমের এই ভূতুড়ে ঘটনার কথা জানা যায় ২০১৩ সাল থেকে। যে ছদিন এই গ্রামের বাসিন্দারা ঘুমান, সেই ছ`দিনে ক্ষুধা, তৃষ্ণা বা অন্য কোনও জৈবিক চাহিদাও পূরণ করেন না তারা। গ্রামে থাকেন ৬৮০ জন বাসিন্দা।