লোকালয় ২৪

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, ৩ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। বুধবার গাজার বেশ কয়েকটি স্থানে একযোগে হামলা চলালে এ হতাহতের ঘটনা ঘটে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি গোলন্দাজদের হামলায় বেইত লাহিয়া শহরে তিনজন নিহত হয়েছেন। আরেকজন গুরুতর আহত হয়েছেন।

 

বরাবরের মতোই ইসরায়েল দাবি করেছে, গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর পাল্টা জবাবে কামান ও মর্টারের গোলাবর্ষণ করা হয়েছে। এসব হামলায় বেশিরভাগই বেসামরিক লোকজন নিহত হন।

 

প্রসঙ্গত, সম্প্রতি জাতিসংঘ ও মিশরের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে কয়েক দফা সম্মত হয় ইসরায়েল ও হামাস। কিন্তু এরপরেও গাজায় একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। সর্বশেষ গত রোববার যুদ্ধবিরতিতে রাজি হয় দুই পক্ষ।