লোকালয় ২৪

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৭

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭ যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে কানেকটিকাট অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে।

সিএনএন জানায়, ব্রাডলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯.৪৫ মিনিটে উড্ডয়ন করে বোমারু বিমানটি। উড়ার অল্প মুহূর্তে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে বিমানবন্দরের কাছেই হার্টফোর্ডে বিধ্বস্ত হয় এটি।

বিমানটিতে ১৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। যার মধ্যে সাতজনই নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

নিহতদের সবাইকে এখনও শনাক্ত করা না যাওয়ায় তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। স্টেট পুলিশ কমিশনার জেমস রোভেলা সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত তিনজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা গেছে।

বোয়িং বি-১৭ বোমারু বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি এবং জাপান বাহিনীর বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল। কলিংস ফাউন্ডেশন নামে একটি ক্যাটারিং অ্যাভিয়েশন গ্রুপ বিমানটি পরিচালনা করত। অর্থের বিনিময়ে মানুষকে তারা পুরোনো বিমানে উড়ার সুযোগ করে দেয়।