লোকালয় ২৪

যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে ‘নিখোঁজ’ রেজোয়ানুল

যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে ‘নিখোঁজ’ রেজোয়ানুল

খেলা ডেস্ক : জার্সি বিভ্রাটে এমনিতেই ইউনিফায়েড ফুটবলে বাংলাদেশের সম্মান ক্ষুন্ন হয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে আরেক কেলেঙ্কারি। যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে মঙ্গলবার সকালে স্পেশাল অলিম্পিকের বাংলাদেশ দল দেশে ফিরলেও আসেননি একজন খেলোয়াড়। শিকাগো পুলিশের খবর, ডিফেন্ডার রেজোয়ানুল হক ‘নিখোঁজ’ হয়েছেন!

 

২০ জুলাই সেমিফাইনালের দিন বিকেলে হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলেন রেজোয়ানুল। বুদ্ধি প্রতিবন্ধী এই ফুটবলার এরপর দলের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি। ২২ বছর বয়সী রেজোয়ানুল হারিয়ে গেছেন নাকি শিকাগো শহরেই রয়েছেন- এ নিয়ে মহা দুশ্চিন্তায় শিকাগো পুলিশ, স্পেশাল অলিম্পিক কমিটির আন্তর্জাতিক শাখা এবং বাংলাদেশ।

 

শিকাগো পুলিশ তাকে হন্যে হয়ে খুজঁছে। তার নিখোঁজ হওয়ার খবর গুরুত্বের সঙ্গে নিজেদের টুইটার পেজে জানিয়েছে শিকাগো পুলিশ।

ইউনিফায়েড কাপ খেলতে শিকাগোতে যাওয়া বাংলাদেশ দলের ফরোয়ার্ড মাহবুবুর রহমান জুয়েল  জানিয়েছেন, ‘সেমিফাইনালের দিন রেজোয়ানুল হক হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি। অনেক খুঁজেও আমরা তাকে পাইনি। বাধ্য হয়ে তাকে ছাড়াই আমরা বাংলাদেশে ফিরে এসেছি।’

 

স্পেশাল অলিম্পিক কমিটি বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম খবরটা শুনে ভীষণ ক্ষুব্ধ, ‘এমনিতেই আমরা জার্সি বিভ্রাটের ঘটনায় বিব্রত। তার ওপর একজন খেলোয়াড় নিখোঁজ হওয়ায় আরও সমস্যায় পড়েছি। এখানে কারও গাফিলতি আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। তাকে ছাড়াই দল ফিরতে বাধ্য হয়েছে।’

 

তিনি জানিয়েছেন, ‘শিকাগো পুলিশ রেজোয়ানুলকে হন্যে হয়ে খুঁজছে। তারা বলেছে, কোনও দুর্ঘটনা না হলে এক সপ্তাহের মধ্যে তাকে খুঁজে বের করবে। আমরা তাদের বলেছি, রেজোয়ানুলকে পাওয়া গেলে আমাদের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে।’

 

রেজোয়ানুল কোনও দুর্ঘটনায় পড়েছেন নাকি যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার চেষ্টা করছেন, তা নিয়ে ফারুকুল ইসলাম সংশয়ে, ‘ছেলেটি বেশ গরীব, প্রতিবন্ধী ফাউন্ডেশনের সদস্য। আমরা দুটি বিষয় এখানে দেখছি। প্রথমত, সে হারিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, সে কারও সহযোগিতায় পালিয়ে যেতে পারে। আমরা ফরিদপুরে তার গ্রামের বাড়িতে লোক পাঠাচ্ছি। তার কোনও আত্মীয়-স্বজন শিকাগোতে আছে কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। আমরা আসলে খুব বিব্রত। এমন কাণ্ড ঘটবে, আগে বুঝিনি।’

 

এর আগেও একবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন রেজোয়ানুল। ২০১৫ সালে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমসের ব্যাডমিন্টনে স্বর্ণপদক জিতেছিলেন তিনি।