লোকালয় ২৪

যুক্তরাষ্ট্রে করোনা সচেতনতা বিলবোর্ডে রাসুল (সা.) এর বাণী

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনাভাইরাস সংক্রমণে এখন সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষকে সচেতন করার বিকল্প নেই। তাই বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে দেশটি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিলবোর্ডে হযরত মুহাম্মদ (স.)-এর বাণী ব্যবহার করে প্রচারণা অনেকের নজর কেড়েছে।

রাসুল (সা.) এর বাণী ব্যবহার করা এসব বিলবোর্ডের ছবি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি বিলবোর্ডে হাদিসের বরাত দিয়ে লেখা হয়েছে- রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সংক্রামক রোগের সময় তোমরা বারবার হাত ধোও, সংক্রামিত এলাকায় প্রবেশ করো না এবং সংক্রামিত এলাকা থেকে বাইরে যেও না।’

বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে শিকাগোর ওহারে বিমানবন্দরের সন্নিকটে। বিলবোর্ডটির উদ্যোক্তা গেইনপিস নামক একটি সংগঠন। এটি যুক্তরাষ্ট্রের ইলিনয় ভিত্তিক একটি অলাভজনক ইসলামী সংস্থা। ২০০৮ সালে সংস্থাটি যাত্রা শুরু করে।