লোকালয় ২৪

যথাযথ মান রক্ষা না করে নির্মাণ করায় বঙ্গবন্ধু সেতুতে ফাটল: শিল্পমন্ত্রী

যথাযথ মান রক্ষা না করে নির্মাণ করায় বঙ্গবন্ধু সেতুতে ফাটল: শিল্পমন্ত্রী

লোকালয় ডেস্কঃ যথাযথ মান রক্ষা না করে নির্মাণ করায় বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা যায় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমুর হোসেন আমু।

রোববার (২০ মে) বিএসটিআই’র কেন্দ্রীয় কার্যালয়ে বিশ্ব পরিমাপ দিবস উপলক্ষে আয়েজিত আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী।

বিশ্ব মান দিবসের এবারের পতিপাদ্য ‘আন্তর্জাতিক পদ্ধতির এককসমূহের ক্রমবিবর্তন’।

শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতু নির্মাণের সময় রড, সিমেন্ট ও বালুর সঠিক মান দেখা হয়নি। একইসঙ্গে তদারকিরও অভাব ছিল। এজন্যই মাঝে মধ্যে ওই সেতুতে ফাটল দেখা যায়।

তিনি বলেন, আমাদের দেশ থেকে বস্ত্র, পাদুকা, জাহাজ, প্লাস্টিকসহ অনেক পণ্য রফতানি হচ্ছে। আরও অনেক পণ্য রফতানি হবে। কিন্তু যথাযথ মান রক্ষা করতে না পারলে আমরা পিছিয়ে যাবো। বিশ্বের রফতানির বাজারে আমরা হেরে যাবো।

আমির হোসেন আমু বলেন, রমজান মাসে যেমন বিভিন্ন পণ্য বাজারে আসে, একইসঙ্গে ভেজাল পণ্যও বাজারে আসে। ভেজাল পণ্য পতিরোধে বিএসটিআই কমকর্তাদের নিয়মিত বাজার তদারকির আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন, আমাদের নৈতিক দায়িত্ব থেকে এ অভিযান পরিচালনা করতে হবে, বাজার তদারকি করতে হবে।

বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক, বিএসটিআই’র পরিচালক আনোয়ার হোসেন মোল্লা।