লোকালয় ডেস্কঃ সুনামগঞ্জ প্রবীণ হেতেষী সংঘের উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরন ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
বুধবার সকালেকাজীর পয়েন্ট সংলগ্ন সমিতির কার্যালয়ে ডাঃ মনোয়ার আলীর সভাপতিত্ব শতাদিক লোকের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে
প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সংসদ সদস্য এডঃপীর ফজলুর রহমান মিসবা।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন যতদিন বেঁচে থাকবো আপনাদের সংঘটনের সাথে থাকবো ইনশাআল্লাহ। তিনি প্রবীণ হেতেষী সংঘের সকলের উদ্দেশ্যে বলেন যদি কোন জায়গা সংঘের নামে দিতে পারেন সেখানে আমি একটি ভবন তৈরি করে দিতে চেষ্টা করবো।
মাওঃআব্দুল গপ্পারের কোরআন তেলাওয়া ও অনুকুল চন্দ্র সরকারের গীতা পাটের মাধ্যমে আলোচনা সভায় আরো বক্তব্য রাকেন দিলিপকুমার মজুমদার, (অবঃ)প্রিন্সিপাল মহিবুর রহমান,সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, মোঃ রশিদ আহমদ, ডাঃ আব্দুন্নুর, মোঃ গনি মিয়া। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন মোঃ খুরশেদ আলম প্রমুখ।
Leave a Reply