লোকালয় ২৪

“যখন টাকা থাকবেনা, হিরোইজম দেখাতে পারবেনা, তখন সোজা হয়ে যাবে”

খেলাধুলা ডেস্ক: নাসির, সাব্বিরদের একের পর এক বিতর্কিত কর্মকান্ডে ক্ষুব্ধ দেশের ক্রিকেট সমর্থকদের থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও। অনেকেই দাবি তুলেছেন ৫-৬ বছর তাদের নিষিদ্ধ করার। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও এর ব্যতিক্রম নন।

তিনি সোজা বলেই দিয়েছেন, তাদের ১০ বছরের নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। আশরাফুল যদি এই অপরাধের জন্য এত বছর নিষিদ্ধ হতে পারে তাহলে তারা নয় কে? আমার তো ইচ্ছা করে তাদের ১০ বছর নিষিদ্ধ করতে। সত্যি কথা হল আমি চাই যে এরা আর নাই খেলুক। আমার কথা হল ভুল ভিন্ন ব্যাপার আর একটা ব্যাপার ক্রমাগত করতে থাকলে বুঝতে হবে সেটি আপনার চরিত্রের মধ্যেই আছে।

সুজন বলেন, তাদের কমপক্ষে তিন বছর সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা প্রয়োজন। আর কোন ছাড় নেই। তিন বছর যখন আপনি খেলতে পারবেন না এবং আপনার পকেটে টাকা থাকবে না এবং যখন আপনি এই হিরোইজম দেখাতে পারবেন না তখন কিন্তু একেবারে মানুষ হয়ে যাবেন।’