মোশাররফ: জাতীয় ঐক্য রাজনৈতিক ঐক্যে পরিণত হবে

মোশাররফ: জাতীয় ঐক্য রাজনৈতিক ঐক্যে পরিণত হবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বর্তমান প্রচেষ্টা শিগগিরই রাজনৈতিক ঐক্যে পরিণত হবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচনে সেনা মোতায়েন, সংসদ ভেঙে দেয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন, নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে দেশের জনগণ, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, বদরুদ্দোজা চৌধুরী এবং ড. কামাল হোসেনের নেতৃত্বে যুক্তফ্রন্ট এবং বামপন্থী দলগুলোর জোট একমত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি জাতীয় ঐক্য এবং জনগণের ঐক্য ইতিমধ্যেই হয়ে গেছে। আমরা বিশ্বাস করি জাতীয় ঐক্য খুব শিগগিরই রাজনৈতিক ঐক্যে পরিণত হবে এবং আমরা জোটবদ্ধ প্রচেষ্টায় দেশকে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করবো।’

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, ‘স্বৈরাচারী শাসন’ এবং গণতন্ত্র ‘পুনরুদ্ধারে’ জনগণের মাঝে জাতীয় ঐক্য তৈরি হচ্ছে। ‘এটা হাস্যকর যে যাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গঠন করা হচ্ছে তাদেরকেই এই প্রক্রিয়ায় নেয়ার কথা বলা হচ্ছে।’

এসময় কারাগারে আদালত বসিয়ে চেয়ারপার্সন খালেদা জিয়ার বিচারকাজ চালানোর সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত তিনি বিচার মুলতবি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ‘আমরা খালেদা জিয়াকে বিশেষায়িত কোনো হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com