দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলার পল্লিতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারিফা বেগম (৩০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার কাহারোল উপজেলার ৪ নম্বর তারগাঁও ইউপির বগদইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারিফা ওই গ্রামের রোস্তম আলীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ওই নারী। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কাহারোল থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী।