মোদীর গড়ে অনাহারে মৃত বাংলার তিন শিশু

মোদীর গড়ে অনাহারে মৃত বাংলার তিন শিশু

নয়াদিল্ল: তিন মেয়েকে নিয়ে কোনরকমে হাসপাতালে এসেছেন মা৷ ডাক্তাররা দেখেই জানাল, মৃত্যু হয়েছে তিন জনের৷ মাকে জিজ্ঞেস করা হল কীভাবে মৃত্যু হল মেয়েদের? উত্তরে মা বিড়বিড় করে বললেন, ‘‘আমায় খেতে দাও’’৷

 

টানা আটদিন না খেতে পেয়ে মৃত্যু হয়েছে তিন বোনের৷ মর্মান্তিক এই ঘটনাটি রাজধানী দিল্লির৷ না খেতে পেয়ে মৃতপ্রায় অবস্থা মায়েরও৷ ভেঙে পড়েছে শরীর৷ কোনরকমে শেষ শক্তিটুকু দিয়ে সন্তানদের হাসপাতালে নিয়ে এসেছেন৷ তাদের যখন হাসপাতালে আনা হয় তখন শরীরে মেদ বলে কিছু ছিল না৷ মনে হচ্ছিল হাড়ের উপর চামড়াটা শুধু কেউ জড়িয়ে দিয়েছে৷ ডাক্তাররাও দেখে অবাক৷ একজন বলেই ফেললেন, ১৫ বছর ধরে ডাক্তারি করছি৷ কিন্তু এরকম কেস কখনোও দেখেনি৷

 

চিকিৎসকরাও জানিয়েছেন, অভুক্ত থাকায় মারা গিয়েছে তিন বোন৷ ময়নাতদন্তের রিপোর্টে ধরা পড়েছে সেটা৷ রিপোর্ট বলছে, পাকস্থলীতে খাবারের একটা দানাও পাওয়া যায়নি৷ এটা সম্পূর্ণভাবে অপুষ্টিজনিত মৃত্যু৷ জানা গিয়েছে মৃতদের বয়স আট থেকে দুই বছরের মধ্যে৷ বড় বোনের বয়স আট৷ মাঝের জনের চার ও শেষের জনের দুই বছর বয়স৷

 

এই মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে৷ এখনও দেশের একটা বড় অংশের মানুষের মৃত্যুর কারণ অনাহার এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল৷ তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলায়৷ সকলে এই ঘটনার প্রবল নিন্দা করেছে৷ কেননা ওই পরিবার পশ্চিমবঙ্গ থেকে পূর্ব দিল্লির মন্দাওয়ালিতে চলে যায়৷ বাবা পেশায় একজন রিকসাচালক৷ কিন্তু তাঁর রিকসা চলে আসায় কাজের খোঁজে শনিবার পরিবারকে নিয়ে দিল্লিতে চলে আসেন৷ কিন্তু দিল্লিতে আসার পরই নিখোঁজ হয়ে পড়েন তিনি৷ তারপর থেকেই টাকা না পেয়ে অভুক্ত ওই পরিবার৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com