সংবাদ শিরোনাম :
মেয়র গউছকে হত্যার চেষ্টা মামলায় ৪ জনের স্বাক্ষি দেয়ার নির্দেশ ১৮ মার্চ

মেয়র গউছকে হত্যার চেষ্টা মামলায় ৪ জনের স্বাক্ষি দেয়ার নির্দেশ ১৮ মার্চ

ফাইল ছবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ কারাগারে পৌর মেয়র গউছকে হত্যার চেষ্টা মামলায় আদালতে হাজিরা দিয়েছে আসামী ইলিয়াছ মিয়া। সেই সাথে ৩ এসআইসহ পৌর মেয়র জিকে গউছকে স্বাক্ষি দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার বিকাল ৩টায় হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। আগামী ১৮ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেন।

গতকাল ওই সময় শায়েস্তাগঞ্জ সদরের দাউদনগর গ্রামের বাসিন্দা ছালেহ আহমেদের পুত্র আসামী ইলিয়াছ মিয়া (৩০) আদালতে হাজিরা দেয়। পরে আদালত সদর থানার এসআই সাহিদ মিয়া ও তৎকালীন এসআই সানা উল্লাহ ও এএসআই আব্দুল মালেক এবং পৌর মেয়র জিকে গউছকে উক্ত তারিখে আদালতে হাজির হয়ে স্বাক্ষি দিতে সমনের আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, উল্লেখ্য, হবিগঞ্জ কারাগারে অন্তরীন অবস্থায় ২০১৫ সালের ১৮ জুলাই কারাগারে ঈদুল ফিতরের নামাজ শেষ হবার পর পরই ইলিয়াছ মিয়া ওরফে ছোটন পেছন দিক থেকে বালতির লোহার হাতল দিয়ে জিকে গউছের পিটে ঘাই মারে। এতে গউছ আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন।

পরে কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে গউছকে ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় হবিগঞ্জ কারাগারের জেলার শামীম ইকবাল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় ইলিয়াছকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে মামলার বাদি তৎকালীন জেলার শামীম ইকবাল ও অন্যান্য কারারক্ষিরা স্বাক্ষি দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com